ভূমিকম্প আঘাত হেনেছে ওমানে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৫ পিএম


ভূমিকম্প আঘাত হেনেছে ওমানে

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমানে ৪ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে দেশটির দুকম অঞ্চল কেঁপে ওঠে।

সুলতান কাবোস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, কম্পনের বিষয়টি অভিহিত করতে সকালে পুলিশের কাছে অনেকে ফোন করেন।

তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী মাসকটসহ দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিল।

তবে তারা জানিয়েছে, অবকাঠামোর ওপর নির্ভর করে ভবনের ওপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে।

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকিবিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি।

এছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। সূত্র : আরব নিউজ

Link copied