পাকিস্তানে দূতাবাসের কার্যক্রম সীমিত করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:০৬ পিএম


পাকিস্তানে দূতাবাসের কার্যক্রম সীমিত করল চীন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে দূতাবাসের কনস্যুলার বিভাগের কার্যক্রম বন্ধ করেছে চীন। গত মঙ্গলবার চীনা দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা এক নোটিশে বলা হয়, ‘প্রযুক্তিগত জটিলতার’ কারণে দূতাবাসের কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ঠিক কবে নাগাদ কনস্যুলার বিভাগ চালু করা হবে তা জানানো হয়নি নোটিশে। খবর জিও নিউজের।

নোটিশে বলা হয়, ‘কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ সাল থেকে ইসলামাবাদে চীনের দূতাবাসের কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরবর্তি নোটিশ আসার আগ পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে।

তবে ঠিক কি ধরনের ত্রুটির সম্মুখীন হয়েছে দূতাবাস তা জানানো হয়নি নোটিশে। কনস্যুলার হলো যে কোনো দূতাবাসের সবচেয়ে গুরুত্বপূর্ন বিভাগ। দুই দেশের সরকারের মধ্যকার গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুগুলো এই বিভাগটিই দেখভাল করে।

ফলে যতদিন পর্যন্ত কনস্যুলার বিভাগ বন্ধ থাকবে-পাকিস্তানে চীনের দূতাবাসের কার্যক্রমও থাকবে সীমিত। পাকিস্তান ও চীনের পারস্পরিক সম্পর্ক বিবেচনা করলে কনস্যুলার বিভাগ বন্ধের ব্যাপারটি বেশ গুরত্বপূর্ণ।

কারণ, দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে দুই দেশে পরস্পরের নির্ভরযোগ্য মিত্র।

এদিকে, নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে পাকিস্তানে অবস্থান করা চীনা নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে চীনা নাগরিকরা উচ্চ নিরাপত্তা ঝুঁকি রয়েছে।  

যদিও পাকিস্তান ও বিদেশী নাগরিকদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার তবে তাতে ভরসা করতে পারছে না বেইজিং। দুই দেশের এই টানাপোড়েনের মধ্যেই ইসলামাবাদে চীনা দূতাবাসের কার্যক্রম সীমিতের ঘটনা ঘটল।

Link copied