ন্যাটো আঞ্চলিক যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপ দিতে চায়
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো রাশিয়া-ইউক্রেনের আঞ্চলিক যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপ দিতে চায় বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, আমরা তাদের এ পরিকল্পনা আগেই বুঝতে পেরেছি ও সেই অনুযায়ী আমাদের প্রতিক্রিয়া জানাবো।
কারণ, তাদের ওই ষড়যন্ত্রের সঙ্গে রাশিয়ার অস্তিত্ব জড়িয়ে রয়েছে। ইউক্রেন যুদ্ধের বছরপূর্তির আগমুহূর্তে পার্লামেন্টে দেওয়া ভাষণে এসব কথা বলেন ভ্লাদিমির পুতিন।
দেশটির ফেডারেল অ্যাসেম্বলিতে আজ মঙ্গলবার দুপুরে দেওয়া ভাষণে তিনি ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও জানান।
পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো এ সংঘাতে পুরো বিশ্বকে জড়াতে চায়। কারণ তারা ভাবছে, এর মাধ্যমে রাশিয়াকে পরাজিত করা সম্ভব হবে। কিন্তু তাদের এ ধারণা একেবারেই ভুল। রাশিয়া যেসব প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে, সেগুলোর জবাব অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেওয়া হবে।
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর ইচ্ছাকৃতভাবে এ সংঘাত চাপিয়ে দিয়েছেন। যুদ্ধ ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। আর এখন যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ইউক্রেনের জনগণ জেলেনস্কি ও পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে শাসন করছে।
তিনি বলেন, রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। তাছাড়া অধিকাংশ রুশ নাগরিক এ যুদ্ধকে সমর্থন করেছেন। তাই আমরা কোনোভাবেই পশ্চিমা ষড়যন্ত্রের সামনে মাথা নত করবো না।
বক্তব্যের একপর্যায়ে পুতিন উপস্থিত সবাইকে যুদ্ধে নিহত রুশ সেনাদের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে বলেন। পরে তিনি নিহতদের পরিবারের জন্য বিশেষ তহবিল গঠনের প্রতিশ্রুতি দেন।