মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় প্লেন ক্র্যাশ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত
মুম্বাই বিমানবন্দের অবতরণের সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি চার্টার্ড বিমান। রানওয়তে পিছলে গিয়ে ছিটকে যায় বিমানটি। ভাগ্যের জোরে রক্ষা পান আট যাত্রী। তবে তাঁদের মধ্যে জখম হয়েছেন কয়েকজন।
বৃষ্টির কারণে অবতরণের সময় দৃশ্যমানতা ছিল ৭০০ মিটার। বিমানটিতে ৬ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য ছিলেন। বিমান থেকে ২ যাত্রীকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী হতাহতের কোনও খবর নেই।
রানওয়ে ২৭-এর কাছে ঘটেছে দুর্ঘনাটি। বন্ধ করে দেওয়া হয় রানওয়েটি। একাধিক প্লেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। চার্টার্ড বিমানটির দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও উদ্ধারকারী দল।
বিমানবন্দরটি বর্তমানে অপারেশনের জন্য বন্ধ রয়েছে এবং পরিক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।