নিউইয়র্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম


নিউইয়র্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের আগে হাজার হাজার বিক্ষোভকারী "জলবায়ু সপ্তাহ" পালনের উদ্দেশে নিউইয়র্কের মিডটাউন, ম্যানহাটনের রাস্তায় নামলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশ্ব নেতাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তাঁরা।

কুচকাওয়াজ, কনসার্ট এবং ড্রাম বাজানোর সাথে সাথে তারা স্লোগান তোলেন "জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করুন", "জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করুন। "মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া রাষ্ট্রসংঘের সম্মেলন ঘিরে ‘ক্লাইমেট গ্রুপ’ সারাবিশ্বে সপ্তাহব্যাপী ৫০০’র বেশি বিক্ষোভের পরিকল্পনা করছে।

প্রায় সাত শতাধিক পরিবেশবাদী সংগঠনের সদস্যরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন থামাতে জরুরি পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের কাছে দাবি জানান। এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসউইম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্তেজ, হলিউড শিল্পী সুসান স্যারান্ডন, ইথান হক, এডওয়ার্ড নরটন, কেভিন ব্যাকনসহ অনেকে। 

আসন্ন ২০২৪ মার্কিন নির্বাচনে জিততে চাইলে প্রেসিডেন্ট জো বাইডেনকে নতুন করে তেল গ্যাসের প্রজেক্ট বন্ধ ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেবার আহবান জানান বক্তারা।

Link copied