নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি)।
সেই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
রোববার বিজিবির কুষ্টিয়া সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের সময় বিজিবি ডিজি মেজর জেনারেল একে এম নাজমুল হাসান জওয়ানদের উদ্দেশে এই নির্দেশনা দেন।
বিজিবি ডিজি সৈনিকদের উদ্দেশে বলেন, জাতীয় নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকুন।
তিনি বলেন, ঐতিহ্যবাহী সংগঠন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ অন্যান্য যে কোনো ধরনের চোরাচালান বন্ধে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি বিজিবি সদস্য অবিচল আস্থার সঙ্গে দায়িত্ব পালন করবে।