নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ: আইজিপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম


নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ: আইজিপি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা পালনে সচেষ্ট থাকবে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধি সমাবেশে অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

এর আগে সকালে রংপুর নগরীর সুরভী উদ্যানের সম্মুখ থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেট্রোপলিটন পুলিশের দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর নানা আয়োজনের শুভ সূচনা করেন তিনি।

আইজিপি বলেন, দেশে জঙ্গিবাদ উত্থানের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করলে আমরা তাদের প্রতিহত করতে পারবো। জঙ্গিদের চেয়ে সবসময় একধাপ এগিয়ে আছে পুলিশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবখানে উন্নয়নের জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। উন্নয়নের এই ধারাকে আরও বহুদূর নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর রংপুর সফর উপলক্ষে নগরীতে সাজসাজ রব অবস্থা। বড় বড় ফেস্টুন ব্যানার আর ছোট ছোট তোরণ নির্মাণ করা হয়েছে।

বিশেষ করে অনুষ্ঠানস্থলগুলো করা হয়েছে আলোকসজ্জা। রংপুর রেঞ্জ পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সকল পর্যায়ের সদস্যদের মাঝে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আগমন উপলক্ষে বেশ উৎফুল্লতা বিরাজ করছে।

Link copied