কলকাতার থিয়েটার রোডের বাড়ি হস্তান্তরের অনুরোধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৮:৩৫ পিএম


কলকাতার থিয়েটার রোডের বাড়ি হস্তান্তরের অনুরোধ

সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

আজ ২৪ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের সহযোগিতার কথা কৃতজ্ঞতাঁর সাথে স্মরণ করেন তিনি। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় মহান বিজয় দিবস উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে ৩০ জন বীর মুক্তিযোদ্ধার ভারত সফর এবং মুক্তিযুদ্ধকালীন ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশ সফরের অগ্রগতির বিষয়ে একে অপরকে অবগত করেন।

Link copied