ওমান ও ফ্রান্সের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১০:০২ এএম


ওমান ও ফ্রান্সের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমান এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি দেশ দুটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা ব্যক্ত করেন।

ঢাকায় ওমানের নতুন রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুসি এবং ফ্রান্সের রাষ্ট্রদূত ম‍্যারি মাসদুপুই রাষ্ট্রপতির কাছে নিজেদের পরিচয়পত্র পেশ করতে এলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ওমানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের পরপরই রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।

ওমানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে ওমানের সম্পর্ক আরও জোরদার হবে। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে ওমানের সম্পর্ক আরও জোরদার হবে।

ওমান শ্রমশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ থেকে নার্স, ডাক্তারসহ আরও দক্ষ জনশক্তি নিতে পারে ওমান। বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। দেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আবদুল হামিদ।

বাংলাদেশের সাথে ফ্রান্সের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে ওমান এবং ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতগণ বাংলােেশ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে ওমান এবং ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতগণ বাংলােেশ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Link copied