ছয় ইউনিয়নেই নৌকার জয়

আবু বকর সিদ্দিক, জীবননগর (চুয়াডাঙ্গা)

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ১০:৪৬ পিএম


ছয় ইউনিয়নেই নৌকার জয়

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছয়টি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

উথলী তে আব্দুল হান্নান, মনোহরপুরে সোহরাব হোসেন খাঁন, কেডিকে ইউনিয়নে খায়রুল বাশার শিবলু, হাসাদহ ইউনিয়নে রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউনিয়নে তাহাজ্জত হোসেন মির্জা এবং বাকা ইউনিয়ন পরিষদে আব্দুল কাদের প্রধান চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছেন।

জীবননগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ও মেজর আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Link copied