ত্যাগী ও নিস্ক্রিয়দের সক্রিয় করতে তৃণমূল আ’লীগের মিলনমেলা

মনিরুজ্জামান মুন, লালমনিরহাট

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০৮:১৭ পিএম


ত্যাগী ও নিস্ক্রিয়দের সক্রিয় করতে তৃণমূল আ’লীগের মিলনমেলা

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামীলীগের রাজনীতিতে ত্যাগী ও প্রবীণ নেতা-কর্মীদের অবমুল্যায়নের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি ওই উপজেলায় আওয়ামীলীগের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে ত্যাগী ও প্রবীণ নেতা-কর্মীদের স্থান হয়নি এমন অভিযোগ তৃণমূলের নেতাকর্মীদের। কমিটিতে স্থান পেয়েছে বিএনপি-জামাত-জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে সদ্য যোগদানকারী কিছু ব্যক্তি।

এমন অভিযোগ নিয়ে পাল্টা-পাল্টি কমিটিও গঠন হয়েছে। এবার ত্যাগী ও প্রবীণ নেতা-কর্মীদের পাশাপাশি নিস্ক্রিয় নেতা-কর্মীদের রাজনীতিতে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেয় তৃণমুল আওয়ামীলীগ পরিবার।

শনিবার দিনব্যাপী জেলার আদিতমারী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল আওয়ামী পরিবারের সেই মিলন মেলা। এ মিলন মেলায় অংশ গ্রহণ করেন আওয়ামীলীগের ত্যাগী ও প্রবীন নেতা-কর্মীদের পাশাপাশি নিস্ক্রিয় বহু নেতা-কর্মী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, কমলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবি হোসেনসহ সিয়র নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে আদিতমারী উপজেলার ৭ টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 

Link copied