টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম

ছবিঃ প্রতীকি
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
টানা ১৫ দিনব্যাপী এ কর্মসূচি আগামীকাল ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রোডমার্চ এবং সমাবেশ রয়েছে।
সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে রোডমার্চ, সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে মির্জা ফখরুল বলেছিলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজশাহীর পথসভায় রোববার (১৭ সেপ্টেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ লাগাতার কর্মসূচির ঘোষণা দেবে বিএনপি।
দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দাবি আদায়ে আগামীতে আন্দোলন আরও জোরদার করা হবে।
বিএনপি তাদের আন্দোলনের গতি বাড়াতে চলতি মাসে লাগাতার সমাবেশ ও রোডমার্চের ঘোষণা দেবে।
নভেম্বরে সম্ভব্য নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠনে বিএনপি তাদের আন্দোলনের লক্ষ্য অর্জন করতে চায় বলে জানিয়েছে দলটির সূত্র।