গুগল কেন সার্চে পরিবর্তন আনছে

ডেক্স রিপোর্ট

প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১০:১১ পিএম


গুগল কেন সার্চে পরিবর্তন আনছে

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবস্থা দেখে মনে হচ্ছে সিলিকন ভ্যালির সবাই জেনারেটিভ এআইকে কাজে লাগাতে চাচ্ছে। এই পদক্ষেপে মাইক্রোসফট এবং গুগল অনেক বেশি তৎপর।

কম্পিউটারকে ব্যবহারের অভিজ্ঞতায় বদল আনার ক্ষেত্রে মাইক্রোসফট আর কোনোকিছু খোঁজার ক্ষেত্রে গুগল যেন লেগে পড়েছে।

জানুয়ারিতেই মাইক্রোসফট বিং দিয়ে চমক দিলো। জেনারেটিভ এআই সবই করতে পারে। আপনার হয়ে সব লিখে দেবে, অনেক কাজ গুছিয়ে দেবে।

কিন্তু গুগল যেহেতু সার্চ ইঞ্জিনের রাজা তাই তারা অন্য পথ নিলো। গুগল মনোযোগ দিলো সার্চ দেয়ার অভিজ্ঞতাকে বদলে ফেলার। শুধু এই দুই কোম্পানি এমন করছে তা না। অ্যাপল, টিকটক, ফেসবুক, অ্যামাজনও করছে।

তবে গুগল সার্চের অভিজ্ঞতাটি ধরে রাখার চেষ্টা করছে যেন সবাই সার্চ থেকেই সব ধরনের কাজ করিয়ে নিতে পারে। যদি সার্চেই সব করে নেওয়া যায় তাহলে অতিরিক্ত সময় খরচ করে তাদের আবার কোনো লেখা বা কিছু জেনারেট করতে হবে না।

এভাবে অটোমেটিভ টাস্ক করা গেলে অনেক কাজই করা যাবে যার ফলে মানুষকে অতিরিক্ত সময় ব্যয় না করে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবে। গুগল যেন তাই করতে চায়।

সম্পর্কিত

আরও পড়ুন

Link copied