বন্ধ হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ এএম

ছবিঃ সংগৃহীত
গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকলেও ৪০ থেকে ৬০ টাকার তিন দিন মেয়াদি ডেটা প্যাকেজ বন্ধ করতে যাচ্ছে সরকার।
গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
যেখানে, ডেটার তিন দিন ও ১৫ দিনের প্যাকেজ থাকছে না।
নতুন নির্দেশ অনুযায়ী, প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। এগুলোর মেয়াদ হবে, সাত দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)। আগামী ১৫ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর হবে।
যদিও বাংলাদেশে এখন অপারেটর ভেদে ৬০ থেকে ৭০ শতাংশ গ্রাহক ৩ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন।
এর আগে একটি জরিপ চালিয়েছিল বিটিআরসি। গত ৩০ মে প্যাকেজ ও ডেটার মূল্যসংক্রান্ত এক মতবিনিময় সভায় ওই জরিপের ফলাফল তুলে ধরা হয়।
দেখা যায়, জরিপে অংশ নেওয়া ডেটা ব্যবহারকারীদের ৪৪ দশমিক ৫ শতাংশ চেয়েছিলেন ৩, ৭, ১৫, ৩০ দিন ও আনলিমিটেড—বিদ্যমান পাঁচটি মেয়াদই বহাল থাকুক।
অপর দিকে ৫২ দশমিক ৯ শতাংশ গ্রাহক ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজের পক্ষে ছিলেন। সে অনুযায়ী ৩ ও ১৫ দিনের মেয়াদ বাতিল করা হয়।
বিটিআরসির জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বেশি ছিলেন শিক্ষার্থী ও চাকরিজীবী। স্বল্প আয়ের মানুষ ছিলেন কম।
অপারেটররা ৩, ৭, ১৫, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৯৫টি পর্যন্ত প্যাকেজ প্রস্তাব করেছিল। তবে বিআরটিসি ৪০টি প্যাকেজে নামিয়ে আনছে।