বন্ধ হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ এএম


বন্ধ হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকলেও ৪০ থেকে ৬০ টাকার তিন দিন মেয়াদি ডেটা প্যাকেজ বন্ধ করতে যাচ্ছে সরকার। 

গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

যেখানে, ডেটার তিন দিন ও ১৫ দিনের প্যাকেজ থাকছে না।

নতুন নির্দেশ অনুযায়ী, প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। এগুলোর মেয়াদ হবে, সাত দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)। আগামী ১৫ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর হবে।

যদিও বাংলাদেশে এখন অপারেটর ভেদে ৬০ থেকে ৭০ শতাংশ গ্রাহক ৩ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন।  

এর আগে একটি জরিপ চালিয়েছিল বিটিআরসি। গত ৩০ মে প্যাকেজ ও ডেটার মূল্যসংক্রান্ত এক মতবিনিময় সভায় ওই জরিপের ফলাফল তুলে ধরা হয়।

দেখা যায়, জরিপে অংশ নেওয়া ডেটা ব্যবহারকারীদের ৪৪ দশমিক ৫ শতাংশ চেয়েছিলেন ৩, ৭, ১৫, ৩০ দিন ও আনলিমিটেড—বিদ্যমান পাঁচটি মেয়াদই বহাল থাকুক।

অপর দিকে ৫২ দশমিক ৯ শতাংশ গ্রাহক ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজের পক্ষে ছিলেন। সে অনুযায়ী ৩ ও ১৫ দিনের মেয়াদ বাতিল করা হয়।

বিটিআরসির জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বেশি ছিলেন শিক্ষার্থী ও চাকরিজীবী। স্বল্প আয়ের মানুষ ছিলেন কম।

অপারেটররা ৩, ৭, ১৫, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৯৫টি পর্যন্ত প্যাকেজ প্রস্তাব করেছিল। তবে বিআরটিসি ৪০টি প্যাকেজে নামিয়ে আনছে। 

আরও পড়ুন

Link copied